মেক্সিকো: মেক্সিকো-গুয়েতেমালা সীমান্তের কাছে চিয়াপাস উপকূলে ছয় দশমিক ছয় মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (১২ মে) সকালে এ কম্পন অনুভূত হয়েছে। ভূ-গর্ভের ৭৫ কিলোমিটার (৪৬ দশমিক ছয় মাইল) গভীরতায় ভূমিকম্পটির উৎপত্তি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস। সংবাদ রয়টার্সের।
সামাজিক যোগাযোগ মাধ্যমে মেক্সিকোর ন্যাশনাল সিভিল প্রোটেকশন এজেন্সি জানিয়েছে, প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির কোন সংবাদ পাওয়া যায়নি। তবে, পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন তারা।
গুয়েতেমালার রাজধানী গুয়াতেমালা সিটিতে ভূমিকম্প অনুভূত হতে পারে বলে আশংকা করা হচ্ছে। দেশটির দুর্যোগ সংস্থা সিওএনআরইডি জানিয়েছে, মেক্সিকো সীমান্তের কাছে কোয়েটজালতেনাঙ্গো ও সান মার্কোস বিভাগে অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে ভূমিধসে একটি রাস্তা অবরুদ্ধ হয়ে গেছে।
যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কীকরণ ব্যবস্থা ও মেক্সিকোর নৌবাহিনী জানিয়েছে, ভূমিকম্প পরবর্তী সুনামি হওয়ার কোন ঝুঁকি নেই।