চট্টগ্রাম: এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় চট্টগ্রাম বোর্ডে ৮২ দশমিক ৮০ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। গেল বছর এ পাসের হার ছিল ৭৮ দশমিক ২৯ শতাংশ। এবারে জিপিএ-পাঁচ পেয়েছেন দশ হাজার ৮২৩ জন। গেল বছর জিপিএ-পাঁচ পেয়েছিলেন ১১ হাজার ৪৫০ জন।
রোববার (১২ মে) সকালে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেয়া হয়। গণভবনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন নাহার।
চলতি বছর চট্টগ্রাম বোর্ডে থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন এক লাখ ৪৫ হাজার ২৪ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছেন এক লাখ ২৩ হাজার ৩৮৭ জন। অকৃতকার্য হয়েছেন ২৪ হাজার ৯৩৭ জন। চট্টগ্রামে এবার পাসের হার বাড়লেও জিপিএ-পাঁচের সংখ্যাও কমেছে।