আরিফুল ইসলাম রিফাত, লোহাগাড়া, চটগ্রাম: চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি, চেয়ারম্যান পদপ্রার্থী খোরশেদ আলম চৌধুরীর সমর্থনে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ মে) রাতে উপজেলার আধুনগর ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে গ্রীণ প্যালেস কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করা হয়।
সভায় আধুনিক লোহাগাড়া গড়তে আগামী ৫ জুন অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে খোরশেদ আলম চৌধুরীকে জয়ী করার প্রতিশ্রুতি দেন সবাই।
শাহেদুল আনোয়ার মোহাম্মদ সাদের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান মুজিব ও আধুনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল কবিরের যৌথ সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন খোরশেদ আলম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য জান মোহাম্মদ সিকদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুচ্ছফা চৌধুরী ,আধুনগরের সমাজসেবক মাহমুদুল হক বাবুল।
সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতা আনোয়ার কামাল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আবদুল হামিদ বেঙ্গল, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কামাল উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের নেতা মিয়া মোহাম্মদ শাহজাহান, সাবেক ছাত্রনেতা মিনহাজুর রহমান মিজান, সেলিম চৌধুরী।
















