চট্টগ্রাম: রিকশা, ব্যাটারী রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে লাইসেন্স ও নীতিমালা প্রদানের দাবিতে শনিবার (১১ মে) সকালে কাঠগড় চড়িহালদা মোড়ে সুমাইয়া কনভেনশন সেন্টারে সমাবেশ ও সমাবেশ পরবর্তী সুসজ্জিত মিছিল অনুষ্ঠিত হয়।
ইজিবাইক সংগ্রাম পরিষদ চট্টগ্রাম জেলা শাখার সদস্য সচিব মনির হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন রাজেকুজ্জামান রতন, খালেকুজ্জামান লিপন, মনীষা চক্রবর্তী, আল কাদেরী জয়, আকরাম হোসেন, জামাল উদ্দিন, মো. সোলাইমান, নাসির উদ্দিন, মহি উদ্দিন, শামীম হোসেন।
সমাবেশ পরিচালনা করেন বাসদ চট্টগ্রাম জেলা সদস্য আহমদ জসিম ও গণসঙ্গীত পরিবেশনা করেন জেলার সদস্য মুবিনুল হক সাব্বির।
সমাবেশে বক্তারা বলেন, ‘সংগ্রাম পরিষদ গেল দশ বছর ধরে নকশা আধুনিকায়ন ও নীতিমালা প্রণয়ন করে ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স প্রদানসহ ছয় দফা দাবিতে আন্দোলন পরিচালনা করে আসছে। হাইকোর্টের আদেশ বাতিল হওয়ায় ইজিবাইকসহ ব্যাটারিচালিত যানবাহন চলাচলের জন্য সরকার প্রস্তাবিত খসড়া ‘থ্রি-হুইলার ও সমজাতীয় মোটরযানের সুষ্ঠু ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ নীতিমালা ২০২১’-এর দ্রুত চূড়ান্ত ও কার্যকর করতে আর কোন আইনগত বাধা নেই। ঢাকাসহ পুরো দেশে অবৈধ কার্ড ব্যবসায়ী ও অসাধু পুলিশ মিলে সুপ্রিম কোর্টের আদেশ আসার পর মহাসড়কের বিভ্রান্তমূলক ব্যাখ্যা ও বিদ্যুৎ সাশ্রয়ের নামে বিভিন্ন সড়কে ও অলিগলি থেকে ইজিবাইক, রিকশাসহ ব্যাটারিচালিত যানবাহন আটক, ডাম্পিং, রেকারিংয়ের নামে চালক-মালিকদের কাছ থকে অবৈধভাবে অর্থ আদায়সহ বিভিন্ন হয়রানি করেছে।’
বক্তারা আরো বলেন, ‘আমরা দয়া চাই না, অধিকার চাই। বর্তমানে ব্যাটারীচালিত যানবাহন দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। প্রায় ৫০-৬০ লাখ চালকসহ দুই-আড়াই কোটি মানুষের জীবন ও জীবিকা এ খাতের উপর নির্ভরশীল। অথচ আমরা দেখি, অসহায় চালকদের হয়রানি, নির্যাতন, অবৈধ রেকারিং ও জরিমানার শিকার হতে হচ্ছে। এর থেকে মুক্তি পেতে হলে আমাদের মিলিত সংগ্রামই একমাত্র গ্যারান্টি।’
তাই, ১১ মে মহান মে দিবসের ১৩৮তম বার্ষিকীতে ব্যাটারীচালিত ইজিবাইক ও যানবাহনের চালক-মালিকদের ন্যায্য আন্দোলনে এগিয়ে আসার জন্য সবার প্রতি আহ্বান জানাই।
সমাবেশ শেষে সুসজ্জিত মিছিল সমাবেশস্থল থেকে কাঠগড় মোড় গিয়ে শেষ হয়।