চট্টগ্রাম: দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির ট্যাক্সেশন বিষয়ক স্ট্যান্ডিং সাব-কমিটির প্রথম সভা শনিবার (১১ মে) সিটির আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। কমিটির ডিরেক্টর ইনচার্জ ও চেম্বারের পরিচালক মাহফুজুল হক শাহের সভাপতিত্বে সভায় বক্ততৃা করেন আহবায়ক এমআর দে, যুগ্ম-আহবায়ক জিসি পাল, জহির উদ্দিন ও রুবায়েদ বিন সিদ্দিক, সদস্য সাইফুল হুদা জাহাঙ্গীর।
সভায় মাহফুজুল হক শাহ বলেন, ‘ট্যাক্সেশন ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের ব্যবসায়ীরা এ ব্যাপারটি নিয়ে বিভিন্ন সময়ে নানা ধরনের সমস্যার সম্মুখীন হন। আবার দেশের ট্যাক্স টু জিডিপি রেশিও খুবই কম। চিটাগাং চেম্বার ট্যাক্সেশন সংক্রান্ত ব্যবসায়ীদের নানা সমস্যার সমাধানে নিয়মিত কাজ করে যাচ্ছে। এবারো বর্তমান কমিটি বিষয়টিকে গুরুত্ব দিয়ে সাব-কমিটির মাধ্যমে বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণের লক্ষ্যে কাজ করছে। এরই অংশ হিসেবে আগামীতে ট্যাক্সেশন সংক্রান্ত সমস্যা নিরসনে দেশের বড় শিল্প প্রতিষ্ঠান ও কর সংক্রান্ত কর্মকর্তাদের নিয়ে ডায়ালগ কিংবা সেমিনারের আয়োজন করা হবে।’
সভায় অন্য বক্তারা বলেন, ‘ব্যবসায়ীরা কর কিংবা ভ্যাট প্রদানে আন্তরিক। কিন্তু, ট্যাক্সেশন সংক্রান্ত সরকারি কিছু নিয়মনীতির জটিলতার কারণে মাঝে মাঝে হয়রানীর শিকার হন ব্যবসায়ীরা। এ সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের জন্য কাজ করতে হবে। এছাড়া, ব্যবসায় প্রতিষ্ঠানের অডিট, এআইটি রিফান্ড সংক্রান্ত সমস্যাগুলো দ্রুত সমাধানে কার্যকর পদক্ষেপ নেয়া উচিত।’
একই সঙ্গে যারা উচ্চহারে কর দেয়, তাদেরকে বিভিন্ন নাগরিক সুবিধা দেয়ার জন্য চেম্বারের মাধ্যমে সরকারের প্রতি আহবান জানান বক্তারা।