হাটহাজারী, চট্টগ্রাম: জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ উপলক্ষ্যে চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (কলেজ) নির্বাচিত হয়েছেন উত্তর মাদার্শার হাটহাজারীর কৃতি সন্তান, বাংলাদেশ নৌবাহিনী কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ ইকবাল।
মোহাম্মদ ইকবার ২০১৫ সালে বাংলাদেশ নৌবাহিনী শিক্ষা পরিদপ্তর কর্তৃক ‘শ্রেষ্ঠ শিক্ষক’ ২০১৭ সালে শিক্ষকদের সর্ববৃহৎ প্লাটফর্ম এটুআইয়ের শিক্ষক বাতায়নের সাপ্তাহিক ‘সেরা কন্টেন্ট নির্মাতা’ নির্বাচিত হয়েছিল। গুণী এ শিক্ষক করোনাকালীন নিজ এলাকায় অক্সিজেন সেবা দিয়ে হাটহাজারীর সাংসেদের সম্মাননা ক্রেস্ট ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক ‘শ্রেষ্ঠ সন্তান’ সম্মাননায় ভূষিত হন। ২০২২ সালে শিক্ষকদের সর্ববৃহৎ পোর্টাল এটুআইয়ের শিক্ষক বাতায়নের ‘সেরা অনলাইন পারফর্মার’ মনোনীত হন।
এ কৃতিত্বের জন্য তিনি কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন মো আশরাফুল আলম ও উপাধ্যক্ষ ইমদাদুর রহমান প্রতি কৃতজ্ঞতা জানান।
শিক্ষা ও শিক্ষার্থীবান্ধব এ শিক্ষকের সুনাম দেশজুড়ে রয়েছে। বাংলাদেশের প্রায় প্রতিটি জেলার শিক্ষকদের সঙ্গে উনার কমিউনিকেশন অত্যন্ত চমৎকার। কাজ করছেন দেশ ও আন্তর্জাতিক পরিমণ্ডলে শিক্ষকদের বিভিন্ন সংগঠনের সঙ্গে। স্বীকৃতি হিসেবে পেয়েছেন জাতীয় ও আন্তর্জাতিক বহু পুরস্কার। গেত বছর আন্তর্জাতিক সংস্থা মাইক্রোসফট করপোরেশনের মাইক্রোসফট এডুকেশনে অসামান্য অবদানের জন্য মাইক্রোসফট ইনোভ্যাটিভ এডুকেটর এক্সপার্ট হিসেবে স্বীকৃতি লাভ করেন।