সীতাকুণ্ড, চট্টগ্রাম: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত ট্রাকে স্ট্রোক করে মারা গেছেন ট্রাক চালক মো. আব্দুল মান্নানের (৬০)। শনিবার (৪ মে) দুপুর সোয়া একটার দিকে মহাসড়কের সীতাকুণ্ড উপজেলা এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত মান্নান কুমিল্লার দাউদকান্দি থানার বাসিন্দা। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকারকে ধাক্কা দিলে তিন যাত্রী আহত হন।
বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারি এলাকায় চলন্ত ট্রাকের চালক স্ট্রোক করলে ট্রাকটি নিয়ন্ত্রণহীন হয়ে যায়। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার ও মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে যাত্রীরা সামান্য আহত হয় ও কারটি ক্ষতিগ্রস্ত হয়। ট্রাকটি থামার পর আশপাশের লোকজন ট্রাক চালককে মৃত অবস্থায় চালকের আসনে দেখতে পান।