চট্টগ্রাম: চট্টগ্রাম ওয়াসা কর্তৃক পানির ৩০ শতাংশ মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) চট্টগ্রাম জেলা শাখার ইনচার্জ আল কাদেরী জয়।
শুক্রবার (৩ মে) সংবাদপত্রে পাঠানো বিবৃতিতে তিনি এ দাবি করেন।
বিবৃতিতে আল কাদেরী জয় বলেন, ‘চট্টগ্রাম ওয়াসা লাভে থাকা সত্বেও ফের পানির মূল্য বাড়ানোর যে সিদ্ধান্ত, তা সম্পূর্ণ অযৌক্তিক। গ্রাহক পর্যায়ে সেবার মান না বাড়িয়ে পানির মূল্য বৃদ্ধির যে সিদ্ধান্ত ওয়াসা কর্তৃপক্ষ নিয়েছে, তা পরিহার করতে হবে। বর্তমানে চট্টগ্রামের মানুষ ওয়াসা থেকে এক হাজার লিটার পানি কিনে ১৮ টাকায়, যেখানে ঢাকা ওয়াসা বিক্রি করে ১৫ টাকায়। গেল পাঁচ বছরের পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যায়, দিন দিন ওয়াসার লাভের পরিমাণ বাড়ছে। সর্বশেষ অর্থ বছরে ওয়াসা লাভ করেছে ৫৯ কোটি দশ লাখ টাকা। তারপরও ওয়াসা কর্তৃপক্ষ দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।’
তিনি আরো বলেন, ‘দীর্ঘ দিন ধরে চট্টগ্রাম সিটিবাসী পানির সংকটে ভুগছেন; যেখানে নিয়মিত পানির সরবরাহ থাকে না। আবার বহু সময় লবনাক্ত পানি ও ময়লাযুক্ত পানি সরবরাহ লাইনে চলে আসে। ফলে, ওয়াসা কর্তৃপক্ষের সেবার মান নিয়ে জনগণের মধ্য অসন্তোষ দেখা দিয়েছে। তাছাড়া, ওয়াসা কর্তৃপক্ষের অব্যবস্থাপানা, দূর্নীতি লুটপাটের শিকার নগরবাসী। চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষ চাইলে এ অব্যবস্থাপানা, দুর্নীতি, লুটপাট বন্ধ করতে পারলে আরো কম মূল্যে চট্টগ্রামের মানুষ পানি পেত। অথচ সেদিকে তাদের কোন মনোযোগ নেই। অতীতেও চট্টগ্রাম ওয়াসা বার বার অযৌক্তিকভাবে পানির মূল্য বাড়িয়েছে।’
বিবৃতিতে চট্টগ্রাম ওয়াসা সেবার মান না বাড়িয়ে পানির দাম বৃদ্ধির সিদ্ধান্ত দ্রুত বাতিল করার দাবি জানান আল কাদেরী জয়।
















