চট্টগ্রম: মানবিক সংগঠন সেবাপ্রিয় ফাউন্ডেশনের উদ্যোগে বুধবার (১ মে) চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার মির্জাপুরের দক্ষিণ খিলাপাড়ার মছিহিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে অর্ধশতাধিক শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
সদস্যদের অক্লান্ত পরিশ্রম ও প্রচেষ্টার সঙ্গে দেশ ও প্রবাসের আর্থিক সহযোগিতায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণের এ আয়োজন।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি বিজয় বড়ুয়া বলেন, ‘হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে মানবিক সহযোগিতার হাত প্রসারিত থাকলে যুব সমাজ আরো বেশি উৎসাহিত হবে। প্রত্যেক মানুষের উচিত তরুণ প্রজন্মের ভাল উদ্যোগকে সহায়তা করা ও তাদের ভবিষ্যত জীবন যেন মানবেতর হয়।’
তিনি ফাউন্ডেশনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান।
এ সময় উপস্থিত ছিলেন মছিহিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসার সুপার মুহাম্মদ মনির হোসেন, ফাউন্ডেশনের উপদেষ্টা প্রিয়জন বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক হৃদয় বড়ুয়া, সদস্য রাবিয়া সুলতানা নুসরাত, মনোয়ারা আক্তার, শামসুনাহার, দীপু দে।