চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ শহিদুল আলম তীব্র তাপদাহে হিটস্ট্রোক থেকে রক্ষা পেতে জনসাধারণকে সরকারের স্বাস্থ্যবিভাগ ও জনস্বাস্থ্যবিদদের নির্দেশনা মেনে চলার অনুরোধ করছেন।
তিনি বলেছেন, ‘জলবায়ু পরিবর্তনজনিত কারণে পৃথিবীর বিভিন্ন দেশের মত বাংলাদেশেও বৈরি পরিবেশ বিরাজমান। এ জন্য সরকারি কর্মকাণ্ডের পাশাপাশি দেশের জনগণকেও পরিবেশ রক্ষায় উদ্যোগী ভূমিকা পালন করতে হবে।’
বুধবার (১ মে) সকালে ওয়ার্ডের জানে আলম দোভাষ রোডে (বাকলিয়া এক্সেস রোডে) তাপদাহে ক্লান্ত সাধারণ শ্রমজীবী নাগরিকদের মাঝে সুপেয় পানি, খাওয়ার স্যালাইন, গ্লোকোজ ও হিটস্ট্রোক প্রতিরোধে জনসচেতনতায় প্রচারপত্র বিলিকালে কাউন্সিলর এসব কথা বলেন। এ উদ্যোগ নেন তরুণ সমাজসেবক, চকবাজার থানা কমিউনিটি পুলিশিং, নব প্রত্যাশা বাকলিয়ার সভাপতি মোহাম্মদ মাঈনুল কামাল।
এ সময় উপস্থিত ছিলেন ১৭ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সদস্য আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মুছা, আবদুল হাকিম, মোহাম্মদ মহসিন, বীনা মজুমদার কণা, আবদুল বাসেক, মোহাম্মদ সেলিম, নাগরিকসেবা পরিষদের সাধারণ সম্পাদক বাবু যদু সিংহ, যুবলীগের নেতা আমজাদ হোসেন, কামরুল, আফজাল, ইয়াসিন টিপু, আকবর, ওয়ার্ডের স্বেচ্ছাসেবকলীগের নেতা গৌতম নাগ, নাজিম দেওয়ান, জলিল মুন্না, বিপ্লব শর্মা, মহিলা আওয়ামী লীগের নেত্রী নিহার সুলতানা, খাদিজা আক্তার, জেবুন্নেসা, সোনিয়া আক্তার, নুসরাত জাহান, ফরিদা বেগম, মুন্নি আক্তার, তিন্নি আক্তার, নূরজাহান বেগম, দিলওয়ারা বেগম, ওয়ার্ডের ছাত্রলীগের কর্মী আকাশ ও মোর্শেদ।