হাটহাজারী প্রতিনিধি: চট্টগ্রাম হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের নজুমিয়া হাটের পশ্চিমে বাথুয়া গ্রামের একটি ভাড়া বাসা থেকে ৫৬ জন জুয়ারীকে আটক করেছে মদুনাঘাট পুলিশ তদন্ত কেন্দ্র।
৩০ জুন বুধবার রাত সাড়ে ১০ টার দিকে তাদেরকে আটক করেছে বলে জানান তদন্ত কেন্দ্রের ইনচার্জ সোহরাওয়ার্দী।
বিষয়টি নিশ্চিত করে তদন্ত কেন্দ্রের ইনচার্জ সোহরাওয়ার্দী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে টাকাসহ ৫৬ জুয়ারীকে আটক করতে সক্ষম হই। হাটহাজারী, রাউজান, বোয়ালখালী থানা ও মোহরাসহ নগরীর বিভিন্ন জায়গা থেকে এই জুয়ারীরা আসতো। দীর্ঘদিন ধরে তাদেরকে আটক করার জন্য চেষ্টা করে আসছিলাম। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।