চট্টগ্রাম: চট্টগ্রামে আগামী বৃহস্পতিবার (২ মে) থেকে হজ্ব গমনেচ্ছু যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু হবে। যে সব হজ্বযাত্রী ২০২৪ হজ্ব পালনের উদ্দেশ্যে এজেন্সির মাধ্যমে চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য তালিকা পাঠিয়েছেন, সে সব হজ্ব যাত্রীদের নির্ধারিত সময়ের মধ্যে নমুনা ফরমসহকারে উল্লেখিত কেন্দ্রে উপস্থিত হয়ে স্বাস্থ্য পরীক্ষার কার্যক্রম শেষ করতে অনুরোধ করা হয়েছে।
যে সব হজ্ব যাত্রী স্বাস্থ্য পরীক্ষার জন্য স্থান হিসেবে চট্টগ্রাম নির্বাচন করেছেন, শুধুমাত্র তারাই এ-কেন্দ্রে স্বাস্থ্য পরীক্ষা করতে পারবেন।
স্বাস্থ্য পরীক্ষা করা হবে চমেক হাসপাতালের সভা কক্ষে, পুরাতন ভবনের দ্বিতীয় তালায়। সরকারি ছুটির দিন ব্যতিত সকাল সাড়ে আটটা হতে দুপুর আড়াইটা পর্যন্ত এ কার্যক্রম চলবে।
যাদের তিন মাসের মধ্যে ইউরিন (আর/এম/ই), র্যান্ডম ব্লাড (আরবিএস), এক্স-রে চেস্ট পি/এ ভিউ, ইসিজি, সিরাম ক্রিয়েটিনিন, কমপ্লিট ব্লাড কাউন্ট (সিবিসি উইথ সিএসআর), ব্লাড গ্রুপিং অ্যান্ড আরএস টাইপিং পরীক্ষার রিপোর্ট আছে, স্বাস্থ্য পরীক্ষার দিন সেগুলো সাথে আনতে হবে।