চট্টগ্রাম: চট্টগ্রাম সিটির কালুরঘাট বেইলি ব্রিজে সিএনজি অটোরিকশার চাপায় ফাতেমা তুজ জোহরা (১৮) নামে কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) দুপুর একটার দিকে ফেরিতে উঠার সময় এ দুঘটনা ঘটে।
ফাতেমা তুজ জোহরা (১৮) চট্টগ্রওাম জেলার বোয়ালখালী পৌরসভার এক নম্বর ওয়ার্ডের পশ্চিম কধুরখীল হানিফার বাড়ির মো. হাসানের মেয়ে। সিটির চান্দগাঁও থানাধীন হাজেরা তজু মহিলা কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী ছিলেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, কালুরঘাট সেতুসংলগ্ন কর্ণফুলী নদীর পশ্চিম প্রান্ত থেকে ছেড়ে আসা ফেরি থেকে পাড়ে উঠার সময় বেইলি ব্রিজে একটি সিএনজিচালিত টেম্পু (অটোরিকশা) নিয়ন্ত্রণ হারায়। এ সময় টেম্পুটি দ্রুত পেছনের দিকে নেমে আসে। ঠিক তখনই ফেরিতে উঠার জন্য কলেজ শিক্ষার্থীর বেইলি ব্রিজ পার হচ্ছিলেন। টেম্পুটি বেইলি ব্রিজের রেলিংয়ের সাথে ওই শিক্ষার্থীকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি মারা যান।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আহসাব বলেন, ‘পুলিশ তার লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।’