চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ শহিদুল আলম চলমান তীব্র তাপপ্রবাহ থেকে স্বস্তি দিতে চকবাজার ধুনির পোল এলাকায় পথচলতি সাধারণ নাগরিক, শ্রমজীবী ও রিক্সা-ভ্যানচালকদের মাঝে সুপেয় পানি, খাওয়ার স্যালাইন বিতরণ করেছেন। শনিবার (২৭ এপ্রিল) সকালে এ কার্যক্রম চালানো হয়।
এ সময় চকবাজার থানা আওয়ামী লীগ ও পশ্চিম বাকলিয়া ওয়ার্ড আওয়ামী লীগের নেতা আনোয়ার হোসেন, রতন ভট্টাচার্য, আব্দুল হান্নান, সমাজসেবক মাঈনুল কামাল, স্বেচ্ছাসেবক লীগের নেতা গৌতম নাগ, নাজিম দেওয়ান, ছাত্রনেতা সমর দাশ, রাহুল ভট্টাচার্য, আরবান ভলানেন্টিয়ার ইয়াছিন টিপু, মো.আকাশ উপস্থিত ছিলেন।
পানি ও খাওয়ার স্যালাইন বিতরণের পাশাপাশি বিশুদ্ধ পানি মিশ্রিত লেবু শরবত পানের ব্যবস্থাও রাখা হয়।
পানি ও স্যালাইন বিতরণকালে মোহাম্মদ শহিদুল আলম বলেন, ‘তীব্র তাপদাহে জনজীবন আজ বিপর্যস্ত। এ বৈরি পরিবেশে বিশেষত সাধারণ শ্রমজীবী খেটে খাওয়া মানুষের জীবন জীবিকা আজ সংকটাপন্ন। কারণ, তাদের কাজের প্রয়োজনে বাইরে বের হওয়া লাগে।
তাই সকলের প্রতি আহ্বান থাকবে, দিনের বেলা প্রয়োজনে বের হলে স্বাস্থ্য বিভাগ ও জনস্বাস্থ্যবিদদের নির্দেশনা মেনে চলবেন। প্রয়োজনে সাদা ছাতা, টুপি, বিশুদ্ধ খাওয়ার পানি, পানের জন্য বিশুদ্ধ পানি সাথে রাখবেন। কাজের ফাঁকে ছায়ায় একটু বিশ্রাম নিবেন।’
তিনি আরো বলেন, ‘আমরা সামর্থ্য অনুসারে সাধারণ মানুষজনের মাঝে খাওয়ার পানি, স্যালাইন বিতরণ করে পাশে থাকার চেষ্টা করছি। সমাজের সামর্থ্যবানদের প্রতিও আহ্বান থাকবে, আপনারা নিজেদের সাধ্যানুযায়ী সাধারণ জনগণের পাশে থাকুন। সকলের সম্মিলিত প্রয়াসে আমরা এ দুর্যোগ কাটিয়ে উঠব আশা করছি।’
















