চট্টগ্রাম: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৯০ হাজার ইউএই দিরহামসহ যাত্রীকে আটক করা হয়েছে। শুক্রবার (২৬ এপ্রিল) রাতে গোপন খবরের ভিত্তিতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) বিমানবন্দর টিম ও বিমানবন্দর শুল্ক গোয়েন্দা যৌথভাবে তাকে ধরে।
মোহাম্মদ কায়সার হামিদ নামে ওই যাত্রীকে তল্লাশি চালিয়ে মুদ্রাগুলো জব্দ করা হয়। বাংলাদেশি মুদ্রায় যার দাম প্রায় ২৭ লাখ টাকা। তিনি চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার বাসিন্দা।
শাহ আমানত বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ ব্যাপারটি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিমানবন্দর শুল্ক গোয়েন্দারা উক্ত যাত্রীর বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে পতেঙ্গা মডেল থানায় মামলা করছেন। উদ্ধার করা বিদেশি মুদ্রাগুলো শুল্ক গোয়েন্দার মাধ্যমে বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হবে।
বিমানবন্দর কাস্টমস সূত্র জানায়, বোয়ালখালীর মোহাম্মদ কায়সার হামিদ নামের ওই যাত্রীকে বিমানবন্দর টার্মিনালের আন্তর্জাতিক অ্যান্টি হাইজ্যাকিং গেইটে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে রাতে শারজাহ যাওয়ার যাত্রী ছিলেন।
বলে রাখা ভাল, ওই যাত্রী বৈদেশিক মুদ্রা নীতিমালা অনুযায়ী নির্ধারিত পরিমাণের (এক বছরে সর্বোচ্চ ১২ হাজার ইউএস ডলার বা এর সমমূল্যের অন্য কোনে বৈদেশিক মুদ্রা) বেশি বৈদেশিক মুদ্রা নিয়ে বিদেশে যাওয়ার চেষ্টা করায় তার কাছে পাওয়া সমুদয় বৈদেশিক মুদ্রাসহ তাকে আটক করা হয়।