থাইল্যান্ড: থাইল্যান্ডে রোববার (২১ এপ্রিল) অনুষ্ঠিত হয় ইউনাইটেড নেশনস সিমুলেশন কনফারেন্স। যেখানে বাংলাদেশ ও মিয়ানমারের সবচেয়ে তরুণ এবং কনিষ্ঠ অ্যাম্বাসেডর হিসেবে প্রতিনিধিত্ব করেছেন অভ্র বড়ুয়া। এবারের আয়োজনের বিষয় ছিল বিশ্বব্যাপী পানি সংকট, এর সমস্যা, সমাধান ও গৃহীত পদক্ষেপ। অভ্র ২৪টিরও অধিক দেশের ডিপ্লোমেটদের মধ্যে সবচেয়ে কনিষ্ঠ ছিল। দুই বার তাকে সংকট নিরসন, সমস্যা বিষয়ে কথা বলার সুযোগ দেয়া হয়। সাংস্কৃতিক পরিবেশনা করেও অভ্র সকলের মন কেড়েছে।
চট্টগ্রামের কৃতি সন্তান, অভ্র বড়ুয়া নিউইয়র্কভিত্তিক জাতিসংঘের সিমুলেশন সংগঠন ‘সেরা কূটনীতিক’ সমাবেশে যোগ দেয়ার জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হন গত সপ্তাহে।
সেরা কূটনীতিক সমাবেশ তরুণ নেতাদের ও পরিবর্তন নির্মাতাদের তাদের দেশ সম্পর্কিত ধারণা বিনিময় এবং বর্তমানে সবচেয়ে আলোচনার কেন্দ্র বিন্দু বৈশ্বিক সমস্যা ও চ্যালেঞ্জিং সমাধানের জন্য একটি প্ল্যাটফর্ম হিসাবে কাজ করে।
উল্লেখ্য, অভ্র সম্প্রতি ভারতের শিক্ষা প্রতিষ্ঠান এফএলএস থেকে উচ্চ মাধ্যমিক শেষে দেশে ফিরেছেন। দেশে ফিরেই এমন সুখবর সে হাতে পেল, কয়েক মাস আগে একটি পরীক্ষার মাধ্যমে তাকে আংশিক নির্বাচিত করা হয়, বাংলাদেশেকে বিশ্ব মঞ্চে প্রতিনিধিত্ব করার বিষয়ে।
উত্তরবঙ্গের সাংস্কৃতিক অনুষ্ঠান বস্কো ফেস্ট-২০২৩-এ ‘গানস এন্ড রোসেস’-এর ‘নক ইন অন হেভেনস ডোর’ নিয়ে মঞ্চে সুরের ঝংকার তোলে অভ্র ও তার দল এবং উত্তরবঙ্গে ২৫টি স্কুলের মধ্যে সেরা দশে জায়গা করে নেয় তার পরিবেশনা। ২০১৯ সালেও ভারতে অনুষ্ঠিত উত্তরবঙ্গের উৎসব ‘বস্কো ফেস্ট’র নাট্যৎসবে তার স্কুলের প্রতিনিধিত্ব করে অভ্র দশটি স্কুলের মধ্যে অভিনয়ে প্রথম স্থান ও কবিতা উৎসবে ৪০ জনের মধ্যে দ্বিতীয় স্থান পান। এছাড়াও, পাঁচটি ভিন্ন ভাষায় গান করে বর্ষ সেরা শিক্ষার্থীর খেতাব পেয়েছেন অভ্র।
এক দিনে ৭৫টি ইভেন্ট আয়োজন করে উৎসবটি ‘গিনেস বুক অব ওয়ার্ড রেকর্ডস’-এ জায়গা করে নেয়। অভ্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক কুন্তল বড়ুয়া ও ওড়িশী নৃত্যশিল্পী প্রমা অবন্তীর একমাত্র সন্তান।
















