চট্টগ্রাম: চট্টগ্রাম জেলার দুইটি গুরুত্বপূর্ণ মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) চট্টগ্রাম। সোমবার (২২ এপ্রিল) এসব অভিযান চালানো হয়।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে (পটিয়া ক্রসিং) অভিযানে নেতৃত্ব দেন বিআরটিএ চট্টগ্রাম বিভাগের ভ্রাম্যমাণ আদালত নম্বর-১২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মিশকাতুল তামান্না। উপস্থিত ছিলেন বিআরটিএ চট্ট মেট্রো-এক সার্কেলের মোটরযান পরিদর্শক মো. ফাহাদ শিকদার।
অভিযানে দশটি মামলায় জরিমানা করা হয় ১৬ হাজার টাকা। এর মধ্যে লাইসেন্স না থাকায় চার মামলায় জরিমানা আট হাজার টাকা, গাড়ির ফিটনেস না থাকায় চার মামলায়
জরিমানা ছয় হাজার টাকা ও অন্যান্য দুইটি মামলায় জরিমানা করা হয় দুই হাজার টাকা। অভিযানে ছয়টি গাড়ি জব্দ করা হয়। এগুলোর মধ্যে রয়েছে একটি মাইক্রোবাস, একটি টেম্পু ও চারটি অনিবন্ধিত সিএনজি চালিত অটোরিক্সা।
অন্য দিকে, চট্টগ্রাম-কাপ্তাই আঞ্চলিক সড়কে (রাউজান) পরিচালিত অভিযানের নেতৃত্ব দেন রাউজান উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রিদুয়ানুল ইসলাম।
উপস্থিত ছিলেন বিআরটিএ চট্টগ্রাম জেলা সার্কেলের মোটরযান পরিদর্শক মো. আলাউদ্দিন।
অভিযানে সাতটি মামলায় ছয় হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়। এর মধ্যে লাইসেন্স না থাকায় দুইটি মামলায় জরিমানা করা হয় দুই হাজার টাকা, গাড়ির ফিটনেস না থাকায় দুইটি মামলায় জরিমানা করা হয় আড়াই হাজার টাকা। অন্যান্য তিন মামলায় জরিমানা করা হয় দুই হাজার ২০০ টাকা। অভিযানে দুইটি অনিবন্ধিত সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।
দুই অভিযানে সার্বিকভাবে সহযোগিতা করে চট্টগ্রাম জেলা পুলিশ চট্টগ্রাম ও হাইওয়ে পুলিশ।