চট্টগ্রামের বন্দরের ৯ নম্বর জেটিতে জাহাজের ছাদ থেকে পড়ে মো. রমজান (৩২) নামের এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন।
আহত রমজান উত্তর হালিশহরের আব্দুল কাদের বাড়ির মৃত সাকি মিয়ার ছেলে।
আজ বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৯ টায় নাপসি জাহাজে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক শীলব্রত বড়ুয়া বলেন, বন্দরের ৪ নম্বর গেটে ৯ নম্বর জেটির নাপসি নামে একটি জাহাজের ছাদ থেকে পড়ে রমজান নামে এক শ্রমিক গুরুতর আহত হন।
পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।