সীতাকুণ্ড, চট্টগ্রাম: চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলা এলাকায় পৃথক দুর্ঘটনায় ট্রেনে কাটা পড়ে মো. মান্নান ও বিল্পব দাশ নামে দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) উপজেলা সদরে সীতাকুণ্ড রেলওয়ে স্টেশন ও শুক্রবার (১৯ এপ্রিল) ভাটিয়ারী এলাকার রেললাইনে ঘটনা দুইটি ঘটে।
সীতাকুণ্ড সদর স্টেশন থেকে শতাধিক গজ দূরে রেললাইনের পাশ থেকে মান্নান নামে এক যুবকের লাশ উদ্ধার করে জিআরপি পুলিশ।
নিহত যুবক ভোলা জেলার লালমোহন থানার মো. সিদ্দিকের পুত্র।
সীতাকুণ্ড জিআরপি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আমজাদ আলী চৌধুরী বলেন, ‘যুবকটি কোন এক সময় রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে মারা যান। তবে, কোন ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে, এ ব্যাপার নিশ্চিত হওয়া যায়নি।’
সংবাদ পেয়ে রেললাইনের পাশ থেকে যুবকটির লাশ উদ্ধার করা হয়।
অপর দিকে, শুক্রবার (১৯ এপ্রিল) ভোরে উপজেলার ভাটিয়ারী রেলওয়ে স্টেশনের সন্নিকটে ট্রেনে কাটা পড়ে বিপ্লব দাশ নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
তিনি জাহানাবাদ এলাকার সোনারগাঁও পেট্রোল পাম্পের পশ্চিমে জেলে পাড়ার কানু দাশের পুত্র। রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।