চট্টগ্রাম: বুধবার (১৭ এপ্রিল) যথাযোগ্য মর্যাদায় চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে নয়টায় জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
সিভাসু পরিবারের পক্ষ থেকে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এএসএম লুৎফুল আহসান। উপাচার্যের পর শিক্ষক সমিতি, অফিসার সমিতি, প্রগতিশীল শিক্ষক ফোরাম এবং বঙ্গবন্ধু শিক্ষক ফোরামের পক্ষ থেকে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পাঞ্জলি দেয়া হয়।
দিবসের কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের ওয়ান হেল্থ ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর শারমীন চেীধুরী, রেজিস্ট্রার মীর্জা ফারুক ইমাম, বীর মুক্তিযোদ্ধা এমএ হান্নান হলের প্রভোস্ট তোফাজ্জল মো. রাকিব, পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) এসকেএম আজিজুল ইসলাম, পরিচালক (অর্থ ও হিসাব) মো. আবুল কালাম, প্রক্টর মোহাম্মদ মেজবাহ উদ্দিন, মোহাম্মদ নূরুল আবছার খান, বিবেক চন্দ্র সূত্রধর, মো. শফিকুল ইসলাম ও মোছাম্মৎ রাশেদা বেগমসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
দিবসের অন্য কর্মসূচির মধ্যে ছিল বিশ্ববিদ্যালয়ের মূল ফটক ও প্রশাসনিক ভবনের সম্মুখে ব্যানার প্রদর্শন এবং দিনব্যাপী বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ ও দেশাত্ববোধক গান প্রচার।