পটিয়া, চট্টগ্রাম: চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলায় বাসচাপায় মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১২ এপ্রিল) বিকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মনসা-বাদামতল এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
নিহতরা হলেন আব্দুল্লাহ আল মামুন (২২) ও মো. এমরান (১৬)। তারা পটিয়ার পাশের বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদণ্ডী এলাকার বাসিন্দা।
পটিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিকুল ইসলাম জানান, শুক্রবার (১২ এপ্রিল) বিকাল সাড়ে চারটার দিকে চট্টগ্রামগামী একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা মোটর সাইকেলে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেলের দুই আরোহী মারা যান। তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর বাস আটক করা হয়েছে। তবে চালক ও সহকারী পালিয়ে গেছেন।