চট্টগ্রাম: ওরা একটি চিঠি লিখেছে। সবার আবেগ-অনুভূতিকে এককাট্টা করে নয়া জরির সুতোয় বাঁধানো চিঠি। লিখেছে তাদের পিতাকে, তাদের অভিভাবককে- যিনি তাদের জন্য ঈদের পোশাক না কিনে, তাদের সঙ্গে ঈদের সেমাই ভাগাভাগি না করে ঈদ করেন না। তিনি হলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার কৃষ্ণ পদ রায়।
চিঠিটি পড়ছিল যে ছোট্ট মেয়েটি, সে শুধু নিজেই কাঁদেনি, কাঁদিয়েছে কমিশনারকে, কাঁদিয়েছে সবাইকে। এভাবেই ‘উপলব্ধি’র স্বজনহারা কন্যাশিশুদের সঙ্গে ঈদ উদযাপন করলেন কমিশনার। সঙ্গে ছিলেন পুনাক সিএমপির সভানেত্রী রীতা দাস। সবাই মিলে মাদুর পেতে, তাদের সাথে এক কাতারে বসে মধ্যাহ্নভোজ। এ যেন সত্যিকারের ঈদ উৎসব।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) সিটির খুলশী এলাকায় অবস্থিত উপলব্ধি ফাউন্ডেশনের শিশু নিবাস ‘ঝরা পাতা’য় পরিবার বঞ্চিত শিশুদের সঙ্গে এভাবেই ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন কৃষ্ণ পদ রায় ও রীতা দাস।
এ সময় আরো উপস্থিত ছিলেন সিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর) মো. আব্দুল ওয়ারীশ, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. মোখলেছুর রহমানসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ‘উপলব্ধি’র সদস্য ও কর্মকর্তারা।