চট্টগ্রাম: চট্টগ্রাম সিটির আকবর শাহ থানার ফিরোজশাহ কলোনি এলাকায় ছেলেকে বাঁচাতে গিয়ে কিশোর গ্যাংয়ের হামলায় আহত দন্ত চিকিৎসক কোরবান আলী (৬০) মারা গেছেন। বুধবার (১০ এপ্রিল) ভোর ছয়টার দিকে সিটির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর ব্যাপারটি নিশ্চিত করেছেন কোরবান আলীর ছেলে আলী রেজা। তিনি জানান, আজ ভোরে তার বাবা মারা গেছেন।
কিশোর গ্যাংয়ের হামলার পর থেকে তিনি হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন।
শুক্রবার (৫ এপ্রিল) বিকালে আকবরশাহ থানা এলাকার পশ্চিম ফিরোজ শাহ হাউজিং এলাকায় কোরবান আলীর ছেলে আলী রেজাকে মারধর করছিলেন কিশোর গ্যাংয়ের সদস্যরা। এ ঘটনা দেখে ছেলেকে বাঁচাতে গেলে হামলার শিকার হন কোরবান আলী। এর পর থেকে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
সিটির ষোলশহর এলাকায় তার ডেন্টাল ক্লিনিক রয়েছে।
আলী রেজা জানান, কিছু দিন পূর্বে আকবরশাহ থানা এলাকার পশ্চিম ফিরোজ শাহ হাউজিং এলাকায় জে লাইন দিয়ে হেঁটে যাচ্ছিলাম। এ সময় দুইজন স্কুলছাত্রকে কিশোর গ্যাংয়ের সদস্যদের মারধর করতে দেখি। এক পর্যায়ে তারা আমার কাছে এসে সাহায্য চায়। আমি সাথে সাথে ৯৯৯-এ কল দিই। এরপর পুলিশ এসে কিশোর গ্যাংয়ের একজনকে ধরে নিয়ে যায়।
তিনি বলেন, ‘এরপর শুক্রবার (৫ এপ্রিল) বিকালে ইফতার কিনতে বাসা থেকে বের হই। এ সময় কিশোর গ্যাংয়ের সদস্যরা আমাকে মারধর করতে থাকে। সংবাদ পেয়ে বাবা ঘটনাস্থলে আসেন। এক পর্যায়ে কিশোর গ্যাংয়ের সদস্যদের ইটের আঘাতে বাবা মাথায় গুরুতর আঘাত পান। পরে, তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়।’
আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী বলেন, ‘এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় জড়িত আসামিদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় আটজনের নাম উল্লেখ করে আকবর শাহ থানায় মামলা করা হয়েছে।’
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৭ এর তথ্য মতে, চট্টগ্রামে ২৫০টি কিশোর গ্যাং সক্রিয় রয়েছে। প্রতি গ্রুপে ছয় থেকে ১৫ জন সদস্য রয়েছে।