চট্টগ্রাম: সিটির ওয়াসা সংলগ্ন জমিয়াতুল ফালাহ জামে মসজিদ মাঠে ঈদ জামাতের প্রস্তুতি বুধবার (১০ এপ্রিল) বিকালে পরিদর্শন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার (অ্যাডিশনাল আইজিপি) কৃষ্ণ পদ রায়।
ঈদগাহ মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘ঈদুল ফিতরকে কেন্দ্র করে সিটিতে কোন ধরনের নিরাপত্তায় হুমকি নেই। আমরা কোন ধরনের হুমকি অনুভব করছি না। তবে, সব ধরনের হুমকি মোকাবেলায় আমাদের প্রস্তুতি আছে। আমাদের বিশেষায়িত ইউনিট সোয়াট, ডগ স্কোয়াড, কুইক রেসপন্স টিম, বম্ব ডিসপোজাল ইউনিট আশেপাশে স্ট্যান্ডবাই থাকবে; যাতে কোন সমস্যা হলে আমরা মোকাবেলা করতে পারি।’
কমিশনার আরো বলেন, ‘ঈদ জামাতে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। পুরো ব্যবস্থা সিসিটিভির আওতায় থাকবে।’
এ সময় সেখানে সিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর) মো. আব্দুল ওয়ারীশ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. মোখলেছুর রহমান (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (ডিবি-পশ্চিম) মোহাম্মদ আলী হোসেন (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) উপস্থিত ছিলেন।