পেকুয়া, কক্সবাজার: কক্সবাজার জেলার পেকুয়া উপজেলাধীন উজানটিয়া ইউনিয়নের সংগঠন ‘তারুণ্য উজানটিয়া’র উদ্যোগে প্রথম বারের মত মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ এপ্রিল) উজানটিয়া ভূমি অফিস সংলগ্ন মাঠে এ ইফতার মাহফিল ও মিলনমেলার আয়োজন করা হয়।
এতে শত শত তরুণের মাঝে উপস্থিত হয়ে একতা প্রকাশ করেন উজানটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম শাহ জামাল, মোহাম্মদ হানিফ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাবেক ছাত্রনেতা তৌহিদুল ইসলাম জিমেল, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুনির উদ্দিন রিহান, জিয়া উদ্দিন আরমান, ঢাকা পোস্টের চট্টগ্রামের স্টাফ রিপোর্টার মিজানুর রহমান, দৈনিক কালবেলার উপকূলীয় প্রতিনিধি মোহাম্মদ সাগর, দৈনিক মানবকন্ঠের পেকুয়া উপজেলা প্রতিনিধি হুমায়ুন কবির।
মাহফিলে ছাত্র ও অতিথিরা উজানটিয়ার সমস্যার তুলে ধরবেন এবং যার যার অবস্থান থেকে সমস্যার সমাধান করবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেন। স্মার্ট উজানটিয়া তৈরি করার জন্য সবাইকে ঐক্য থাকার আহবান জানান তারা।
উজানটিয়া ইউনিয়নের এক ঝাঁক তরুণ ছাত্রের সমন্বয়ে তারুণ্য উজানটিয়া সংগঠনের আত্মপ্রকাশ করান সংগঠনের স্বপ্নদ্রষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক ছাত্র আবছার হাসান রানা ও শহিদুল ইসলাম আসাদ।
আবছার হাসান রানা বলেন, ‘আমি ও আমার বন্ধু শহিদুল ইসলাম আসাদ ঢাবি থেকে অনার্স ও মাস্টার্স শেষ করেছি। আমাদের পাওয়ার কিছু নেই। আমরা চিন্তা করেছি, উজানটিয়ার তরুণদের জন্য কিছু করতে। এখন আমার উজানটিয়া ইউনিয়নের তরুণ ছাত্র-ছাত্রীদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চাই। যেমন বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সহযোগিতা করা,উজানটিয়ার মানুষ বাংলাদেশের যে কোন প্রান্তে বিপদে পড়লে সহযোগিতার করা আর উজানটিয়ার মানুষের জন্য ভাল কিছু করা আমাদের লক্ষ্য। তারুণ্য আমরা যদি ঐক্যবদ্ধ থাকি পৃথিবীতে আমাদের কোন অপশক্তি হারাতে পারবে না। এ উজানটিয়াকে আপনাদেরকে সাথে নিয়ে বাংলাদেশের এক টুকরো স্বর্ণের রুপান্তরিত করতে চাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’