চট্টগ্রাম: আগামী পহেলা বৈশাখ শুভ বাংলা নববর্ষ-১৪৩১ বঙ্গাব্দ (১৪ এপ্রিল) উদযাপন উপলক্ষে চট্টগ্রাম সিটির ডিসি হিল সংলগ্ন নজরুল স্কয়ার ও সিআরবি শিরিষ তলায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। একইসঙ্গে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে সিটির চারুকলা ইনস্টিটিউট থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে সিটির বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে। এ উপলক্ষে অনুষ্ঠানস্থলগুলোতে আগত দর্শনার্থী ও মঙ্গল শোভাযাত্রা নির্বিঘ্ন চলাচল ও পহেলা বৈশাখের অনুষ্ঠানাদি সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্নের লক্ষ্যে নির্দিষ্ট সড়কে ওই দিন সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত (প্রয়োজন সাপেক্ষে) সব প্রকার যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করার ব্যাপারে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক-দক্ষিণ বিভাগ কর্তৃক বিশেষ ট্রাফিক পুলিশী ব্যবস্থা গ্রহণসহ কিছু নির্দেশনা দেয়া হয়েছে।
মঙ্গলবার (৯ এপ্রিল) ট্রাফিক-দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার এনএম নাসিরুদ্দিন কর্তৃক সংবাদ মাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে নির্দেশনাগুলো জারি করা হয়। নির্দেশনাগুলো অনুসরণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
ডিসি হিল কেন্দ্রিক: ডিসি হিলে বাংলা নববর্ষ-১৪৩১ বঙ্গাব্দ পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে সিটির লাভ লেইন (নুর আহম্মদ সড়কের মাথা), চেরাগী পাহাড়, এনায়েত বাজার মোড় ও বোস ব্রাদার্স (পুলিশ প্লাজা) মোড়ে রোড ব্লক স্থাপনের মাধ্যমে ডাইভারশন দেয়া হবে। ফলে, ডিসি হিল অভিমুখে সব ধরনের যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
সিআরবি শিরিষ তলা কেন্দ্রিক: পহেলা বৈশাখের দিন সিটির সিআরবি সাত রাস্তা ও কাঠের বাংলো মোড়ে রোড ব্লক স্থাপনের মাধ্যমে ডাইভারশন দেয়া হবে। ফলে, সিআরবি শিরিষতলা অভিমুখে সব ধরনের যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
মঙ্গল শোভাযাত্রা: পহেলা বৈশাখ উপলক্ষে সিটির চারুকলা ইনস্টিটিউট থেকে সকাল নয়টায় মঙ্গল শোভাযাত্রা বের হয়ে সিটির চট্টেশ্বরী মোড়-আলমাস মোড়-কাজির দেউরী মোড়-এসএস খালেদ রোড-প্রেস ক্লাব ইউটার্ন-সার্সন রোড হয়ে পুনঃরায় চারুকলা ইনস্টিটিউটে প্রত্যাবর্তন করবে। শোভাযাত্রা চলাকালে সিটির চট্টেশ্বরী মোড়, আলমাস মোড়, কাজির দেউরী মোড়, জামালখান খাস্তগীর স্কুল মোড় ও সিজিএস স্কুল মোড়ে রোড ব্লক স্থাপনের মাধ্যমে প্রয়োজন সাপেক্ষে ডাইভারশন দেয়া হবে।
বাংলা নবর্বষ সুষ্ঠুভাবে উদযাপনের স্বার্থে উল্লেখিত নির্দেশনাগুলো সব প্রকার যানবহনের চালক ও যাত্রী সাধারণসহ সংশ্লিষ্ট সবাইকে মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। জরুরী প্রয়োজনের ক্ষেত্রে অনুষ্ঠান চলাকালীন এ এলাকার সড়কগুলো এড়িয়ে বিকল্প সড়ক ব্যবহারের জন্য পরামর্শ দেয়া হচ্ছে। পহেলা বৈশাখ সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে ট্রাফিক-দক্ষিণ বিভাগ নগরবাসীরসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছে।