চট্টগ্রাম: আগ্রাবাদস্থ সিটি করপোরেশনের মালিকানাধীন সিঙ্গাপুর ব্যাংকক মার্কেটে গেল বৃহস্পতিবার (৪ এপ্রিল) চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রধান পরিছন্ন কর্মকর্তা কমান্ডার লতিফুল হক কাজেমি এবং এস্টেট অফিসার রেজাউল করিম চৌধুরীর সঙ্গে ব্যবসায়ী সমিতির প্রচার সম্পাদক মনির হোসেন বাপ্পীর অনাকাঙ্খিত ও দুঃখজনক ঘটনার প্রেক্ষিতে ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও চসিকের পারস্পরিক আলাপ-আলোচনার মাধ্যমে ব্যাপারটির নিষ্পত্তি পূর্বক যৌথ বিবৃতি দিয়েছে। সোমবার (৮ এপ্রিল) চসিকের জন সংযোগ শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, চসিকের মেয়র এবং সিঙ্গাপুর ব্যাংকক মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতি সংঘটিত ঘটনার ব্যাপারে দুঃখ প্রকাশ করছে। ঘটনাটি অনভিপ্রেত ও অনাকাঙ্খিত। মেয়র সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে আরো সংযত হওয়ার নির্দেশনা দিয়েছেন। একই সঙ্গে ঘটনার সঙ্গে সম্পর্কিত দোকানের ব্যাপারে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।
মার্কেটে সংঘটিত অনাকাঙ্খিত ঘটনার ব্যাপারে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেয়ায় সিঙ্গাপুর ব্যাংকক মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সদস্যরা মেয়রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। আলাপ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে মেয়রের আন্তরিক প্রচেষ্টার এ উদ্যোগকে সমিতির নেতৃবৃন্দ সন্তুষ্টচিত্তে নিয়েছেন।
চসিক ও সিঙ্গাপুর ব্যাংকক মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতি বিশ্বাস করে যে, উভয়ই একে অপরের অংশীদার এবং ব্যবসায়ী সমিতির সব ন্যায্য দাবি পূরণে সিটি করপোরেশন সব সময় সচেষ্ট থাকবে। একই সঙ্গে এমন অনাকাঙ্খিত ঘটনা যাতে ভবিষ্যতে পুনরাবৃত্তি না ঘটে, তার জন্যে সিটি করপোরেশন ও ব্যবসায়ী সমিতি উভয়ই সজাগ থাকবে।
















