চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের নেতা এরশাদুল আমীনের উদ্যাগে সিটির উত্তর হালিশহর, দক্ষিণ কাট্টলী ও সরাইপাড়া ওয়ার্ডে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র মো. রেজাউল কমির চৌধুরী রোববার (৭ এপ্রিল) বিকালে উত্তর হালিশহরে একটি কমিউনিটি সেন্টারে, দক্ষিণ কাট্টলী লাকী স্কয়ারে ও সরাইপাড়া ওয়ার্ড কাউন্সিলরের বাস ভবনে এসব ঈদ উপহার বিতরণ করেন।
অনুষ্ঠানে মো. রেজাউল করিম চৌধুরী বলেন, ‘সমাজের সর্বশ্রেণি পেশার মানুষ যাতে একসঙ্গে ঈদের আনন্দ উপভোগ করতে পারে, সেই দিকে আমাদের লক্ষ রাখতে হবে। এ লক্ষ্যকে সামনে রেখে আওয়ামী লীগের নেতা এরশাদুল আমীন এলাকার সাধারণ জনগণের মাঝে ঈদ উপহার বিতরণ করে সবাইকে সাথে নিয়ে ঈদ আনন্দ উপভোগের যে উদ্যোগ নিয়েছেন, তা প্রসংশার দাবিদার।’
তিনি এরশাদুল আমীনের এ উদ্যোগকে স্বাগত জানান। মেয়র এলাকার গরীব দুঃখীদের পাশে দাঁড়ানোর জন্য বিত্তবানদের আহ্বান জানান।
এ সময় আরো উপস্থিত ছিলেন এরশাদুল আমীন, ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ ইলিয়াছ, ৎমো.ইসমাইল, নুরুল আমীন, সমাজসেবী আবেদ মনসুর চৌধুরী, আশফাকুল আলম আশফাক, আনোয়ারুল হক জসিম, শামসুল আলম, মো.জসিম উদ্দিন, নোয়াব আলী, লুৎফুল হক খুশি, হান্নান খান ফয়সাল, ইমাম হোসেন রানা।