চট্টগ্রাম: চট্টগ্রাম সিটির জামাল খান এলাকার সামাজিক সংগঠন দি জামালখান এভিনিউ বিভিন্ন এতিমখানার এতিমদের মাঝে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করেছে। শুক্রবার (৫ মার্চ) বিকালে জামাল খান এলাকার এক্সক্লুসিভ কনভেনশন হলে প্রায় দেড় হাজারেরও বেশি এতিমকে এসব সামগ্রী দেয়া হয়।
দি জামাল খান এভিনিউ জামাল খান এলাকায় বিভিন্ন সময় মানবিক সংগঠন হিসেবে বহু কাজ করেছে। তারই ধারাবাহিকতায় ২০২৪ এর ঈদুল ফিতর উপলক্ষে এতিমদের নিয়ে তাদের বিশেষ আয়োজন করে তারা।
সংগঠনটির এতিমদের নিয়ে ইফতার মাহাফিলের এ ব্যতিক্রম আয়োজন এলাকাবাসীর মধ্যে আলোচিত ও সমাদৃত হয়েছে।
দি জামালখান এভিনিউর কার্যকরি কমিটির তত্বাবধানে ইফতার মাহাফিল, ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ সম্পন্ন হয়।
এ সময় উপস্থিত ছিলেন দি জামালখান এভিনিউর উপদেষ্টা মুন্না মহিব, মো. আসিফ ওসমান,
কার্যকরী সদস্য মো. শাদ, মো. আরিব, মো. ইফাজ, মো. জুনাইদ, সদস্য মো. মাহিন, মো. ইজাজ, মো. আশিক, মো. আতাহার, মো. সামাউন, মো. সাইফু্ল, মো. মহিউদ্দিন, মো. ওয়াফিউর, মো. ফয়সাল, মো. রাগিব, মো. নাজমুল, মো. আলভি, মো. কাবিদ, মো. আয়মান, মো. মাহিন, মো. ইনান।