ছাগলনাইয়া, ফেনী: ফেনী জেলার ছাগলনাইয়ায় বালুবাহী ট্রাকে চট্টগ্রামগামী মেইল ট্রেনের ধাক্কায় দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ এপ্রিল) সকাল সাড়ে আটটার দিকে মুহুরীগঞ্জ ব্রিজ সংলগ্ন এলাকায় ট্রাকটি রেললাইন পার হওয়ার সময় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত মো. মিজান বরিশালের উজিরপুর কাউয়ারাহা গ্রামের আবুল হাওলাদারের ছেলে এবং অপরজনের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামগামী চট্টগ্রাম মেইল ট্রেনটি সকালে মুহুরীগজ্ঞে এলাকায় পৌঁছলে লাইনে উঠা একটি ট্রাককে ধাক্কা দিলে এ সময় ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়।
ঘটনার পর থেকে গেটম্যান মো. সাইফুল পলাতক রয়েছেন।
স্থানীয়রা অভিযোগ করেন, ফেনী সদর উপজেলার পূর্ব ফাজিলপুর মুহুরীগঞ্জ ব্রিজ সংলগ্ন এলাকায় ই/৩২ (১) নম্বর রেলগেইটে সকালে গেইটম্যান দায়িত্বরত অবস্থায় ছিলেন না। আর এ কারণে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।
ফেনী জেলার পুলিশ সুপার মো. জাকির হাসান বলেন, ‘বালুবাহী ট্রাক রেলক্রসিং করার সময় ট্রাকের পেছনের অংশে ট্রেনের ধাক্কা লেগে দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে ও তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’
তিনি আরো বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’