চট্টগ্রাম: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) এবং সহকারী কমিশনারের (এসি) ১৮টি পদে রদবদল ও পদায়ন করা হয়েছে। সিএমপির কমিশনার (অতিরিক্ত আইজিপি) কৃষ্ণ পদ রায় স্বাক্ষরিত পৃথক দুইটি আদেশে এসব রদবদল ও পদায়ন করা হয়।
আদেশে বলা হয়েছে, ‘সিএমপির উত্তর জোনের এডিসি পংকজ দত্তকে অতিরিক্ত উপ-কমিশনার (সদর), এডিসি (অপারেশন্স) মো. জাহাংগীরকে উত্তর বিভাগের এডিসি, দক্ষিণ বিভাগের এডিসি নোবেল চাকমাকে অতিরিক্ত এডিসি (অপারেশন্স), অপরাধ শাখার এডিসি মো. কামরুল হাসানকে এডিসি (পিওএম), অতিরিক্ত উপ-কমিশনার মো. আশরাফুল করিমকে দক্ষিণ জোনে, জনসংযোগ শাখার এডিসি স্পিনা রানী প্রামাণিককে পশ্চিম জোনে, বন্দর জোনের এডিসি শেখ-শরীফ উজ জামানকে অপরাধ শাখার এডিসি, এমটি শাখার এডিসি মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদকে বন্দর জোনে, এডিসি কাজী মো. তারেক আজিজকে জনসংযোগ শাখায়, এডিসি মুকুর চাকমাকে এমটি শাখায়, এডিসি মো. মফিজ উদ্দিনকে বিশেষ শাখায় এবং এডিসি বাবুল চন্দ্র বণিককে এস্টেট এন্ড ডেভেলপমেন্ট শাখায় বদলি করা হয়েছে।’
অন্য দিকে, ট্রাফিক বিভাগের উত্তর জোনের সহকারী কমিশনার (এসি) আসিফ মাহমুদ গালিবকে কর্ণফুলী জোনে, চকবাজার জোনের এসি সব্যসাচী মজুমদারকে ডবলমুরিং জোনে, সদর জোনের এসি মোহাম্মদ শরীফুল আলম চৌধুরী সুজনকে ট্রাফিক উত্তর জোনে, অপরাধ শাখার এসি মো. নূরে আল মাহমুদকে চকবাজার জোনে, এসি মো. নুরুল ইসলাম সিদ্দিককে অপরাধ শাখায়, এসি মো. দেলোয়ার হোসেনকে বন্দর জোনের ট্রাফিক বিভাগে পদায়ন করা হয়েছে।
জনস্বার্থে এ আদেশ দ্রুত কার্যকর হবে বলেও জানানো হয়।