চট্টগ্রাম: চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্প বানানোর জন্য টাইগার পাসের শত বর্ষী গাছ কাটার পরিকল্পনার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) চট্টগ্রাম জেলা শাখা। সোমবার (১ এপ্রিল) সংবাদ মাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বাসদ চট্টগ্রাম জেলা শাখার ইনচার্জ আল কাদেরী জয় বলেন, ‘উন্নয়নের নামে চট্টগ্রাম সিটির প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ ধ্বংসের পরিকল্পনা করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। টাইগার পাসের ৪৪টি গাছ কেটে এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্প বানানোর এ পরিকল্পনা বাস্তবায়ন হলে ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের সম্মুখীন হতে হবে চট্টগ্রাম নগরবাসীকে। চট্টগ্রামের ফুসফুসখ্যাত সিআরবি সংলগ্ন টাইগার পাসের এ রাস্তার শত বর্ষী গাছগুলো আইকনিক শুধু নয়, সিটির পরিবেশ রক্ষায় ভূমিকা রাখে। রাস্তা বানানোর জন্য এভাবে গাছ কাটার সিদ্ধান্ত পরিবেশ ধ্বংসেরই নামান্তর মাত্র।’
তিনি আরো বলেন, ‘উন্নয়নের নামে মুনাফা লোটার এক ভয়াবহ ষড়যন্ত্র। অপরিকল্পিত নগরায়ন ও সিডিএর বিভিন্ন দায়িত্বহীনতার কারণে নানা সংকট তৈরি হয়েছে। বেড়েছে জলাবদ্ধতা, যানজটসহ বিভিন্ন নাগরিক দূর্ভোগ। এ সিদ্ধান্ত বাস্তবায়ন হলে সিটির পরিবেশ ভারসাম্য বলে আর কিছুই থাকবে না।অতীতে সিআরবি ধ্বংস করে বেসরকারি প্রতিষ্ঠান তৈরির সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হয়েছিল। রক্ষা করা হয়েছিল সিআরবি। প্রয়োজনে তেমনই আন্দোলনের ডাক দেয়া হবে। তাই, এ সিদ্ধান্ত বাতিল করে দ্রুত শত বর্ষের এ গাছ রক্ষার দাবি জানানো হচ্ছে।’