সাতকানিয়া, চট্টগ্রাম: চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার চরতি ইউনিয়নে মো. মানিক নামে ছাত্রলীগের নেতার উপর সশস্ত্র হামলা হয়েছে। এ সময় হামলাকারীরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাঈনুদ্দিন হাসানকে অপহরণ করে নিয়ে যায় বলেও অভিযোগ উঠেছে।
বুধবার (২৭ মার্চ) দিবাগত রাত দুইটার দিকে চরতি ইউনিয়নের তালতলা এলাকায় এ ঘটনা ঘটে। আহত মানিকের পিঠে ও কোমরে ছুরিকাঘাত করা হয় বলে জানিয়েছেন এলাকাবাসী।
আহত মানিক ও অপহরণের শিকার মাঈনুদ্দিন হাসান সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাবেক সাংসদ আবু রেজা মোহাম্মদ নিজামুদ্দিন নদভীর অনুসারী হিসেবে এলাকায় পরিচিত।
ঘটনার ব্যাপারে আবু রেজা নদভী বলেন, ‘চরতি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাঈনুদ্দিন হাসান ও ছাত্রলীগের নেতা মানিক গেল সংসদ নির্বাচনে নৌকার পক্ষে এলাকায় কাজ করেছিল। তখন থেকেই প্রতিপক্ষের লোকজন এ ছাত্রলীগের এ দুই নেতাকে দফায় দফায় হুমকি দিচ্ছিল এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য। কিন্তু, তারা এলাকাতেই অবস্থান করছিল। সে ক্ষোভ থেকে চরতি ইউনিয়নের সন্ত্রাসী সাইফুল মেম্বার ও তার লোকজন বুধবার (২৭ মার্চ) রাত দুইটার দিকে ঘর থেকে বের করে মানিকের পিঠে ও কোমরে ছুরিকাঘাত করে। এ সময় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এগিয়ে এলে তাকে অপহরণ করে নিয়ে যায়।’
এ ঘটনায় সাতকানিয়া থানাকে অবহিত করা হয়েছে বলে জানান আবু রেজা নদভী।
স্থানীয়রা জানান, গুরুতর আহত হওয়ায় ছাত্রলীগের নেতা মানিককে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে জানতে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রীটন সরকারকে মুঠোফোনে একাধিক বার কল করা হলেও সংযোগ পাওয়া যায়নি।