মস্কো, রাশিয়া: রাশিয়ার রাজধানী মস্কোর ক্রাসনোগর্স্ক শহরের ক্রোকাস সিটি হল মিউজিক ভেন্যুতে সন্ত্রাসী হামলায় ৬০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। দেশটির তদন্ত কমিটি এ তথ্য জানিয়েছে। সংবাদ তাসের।
সূত্র বলেছে, ‘প্রাথমিকভাবে জানানো হয় যে, সেখানে সন্ত্রাসী হামলায় ৬০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।’
সূত্র আরো জানায়, রাশিয়ার তদন্ত কমিটির কর্মকর্তা ও অপরাধ বিশেষজ্ঞদের পাশাপাশি অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয় এবং ফেডারেল সিকিউরিটি সার্ভিসের অপারেটিং ইউনিট ঘটনাস্থলে তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যায় মস্কোর অদূরে ক্রাসনোগর্স্ক শহরের ক্রোকাস সিটি হল মিউজিক ভেন্যুতে সন্ত্রাসী হামলা চালানো হয়। অজ্ঞাতনামা বন্দুকধারীরা সেখানে বেপরোয়া গুলিবর্ষণ শুরু করে। এ সময় বিস্ফোরণে ভবনটি কেঁপে ওঠে।