সীতাকুণ্ড, চট্টগ্রাম: একাউন্ট হোল্ডারের সই ও সিল জাল করে চেক জালিয়াতির মামলায় চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় এক ইউনিয়ন পরিষদের ওয়ার্ডের সদস্যকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২১ মার্চ) চট্টগ্রাম জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২-এর বিচারক আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মো. বাবলু মিয়া উপজেলার আট নম্বর সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের সাত নম্বর ওয়ার্ডের সদস্য এবং একই এলাকার মো. বাদশা মিয়ার ছেলে।
মামলার বাদী পক্ষের সিনিয়র আইনজীবী জিয়া হাবীব আহসান ব্যাপারটি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা যায়, জনৈক মহিউদ্দিন আহম্মদ ২০২৩ সালের ২৩ মে আদালতে আসামি বাবলু মিয়ার বিরুদ্ধে চেক জালিয়াতির মামলা করেন।
আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আসামির বিরুদ্ধে মামলা গ্রহণ করে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পিবিআই চট্টগ্রাম জেলাকে নির্দেশ দেন। পিবিআই ২০২৩ এর ২০ নভেম্বর চেক জালিয়াতির ঘটনা সত্য মর্মে রিপোর্ট দাখিল করে। পিবিআই রিপোর্ট পর্যালোচনা করে আসামির বিরুদ্ধে দণ্ডবিধি ৫০৬ ধারার অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।
শুনানি শেষে আসামির জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
বাদী পক্ষে মামলা পরিচালনা করেন সিনিয়র আইনজীবী জিয়া হাবীব আহসান, আইনজীবী মো. হাসান আলী, আইনজীবী মো. বদরুল হাসান ও আইনজীবী মোহাম্মদ জিয়াউদ্দীন (আরমান)।