চট্টগ্রাম: এ রমজানে এরাবিয়ান স্বাদের রাজসিক আইটেম নিয়ে ইফতারির আয়োজন করেছে সিটির জিইসি সংলগ্ন ওআর নিজাম রোডের অভিজাত হোটেল ওয়েল পার্ক রেসিডেন্স। দেশীয় নানা স্বাদের ইফতারির পাশাপাশি এরাবিয়ান স্পেশাল কুজিন প্যাকেজের ব্যতিক্রমী আয়োজন এরমধ্যেই ক্রেতাদের বাড়তি মনযোগ আকর্ষণ করতে সক্ষম হয়েছে।
হোটেলের মহাব্যবস্থাপক এমএ মনছুর জানান, এরাবিয়ান স্বাদের ইফতারি খেতে আসা ক্রেতাদের জন্য ওয়েল পার্ক বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। এ জন্যে আরব্য পরিবেশের আবহে সাজানো হয়েছে এরাবিক কর্ণার। মেঝেতে বাহারি কার্পেট আর ঐতিহ্যবাহী আরব্য মজলিসের আদলে বসার উপযোগী উচ্চতায় সাজানো টেবিল পাশে রাখা হয়েছে আরামদায়ক বালিশ। রুমে ঢুকতেই দরজায় এরাবিয়ান সাজের প্রবেশ পথ।
এরাবিয়ান স্পেশাল কুজিন প্যাকেজের মেনু ও মূল্য তুলে ধরে এমএ মনছুর জানান, আমরা এরাবিয়ান স্বাদের ইফতারি আয়োজনের আওতায় তিনটি প্যাকেজ অফার করছি। ছয় থেকে দশজনের প্যাকেজের নাম দেয়া হয়েছে আল মারজান ইফতার ও সান সেট ডিনার প্যাকেজ। এ প্যাকেজের সর্বসাকুল্যে মূল্য ধরা হয়েছে ১৭ হাজার টাকা। শাহী এরাবিক ইফতার ও সান সেট ডিনার প্যাকেজ নামের ১১ থেকে ১৫ জনের প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে সর্বসাকুল্যে ২২ হাজার টাকা। আর ১৬ থেকে ২০ জনের শান আল ইফতার এন্ড সান সেট ডিনারের মূল্য রাখা হচ্ছে সর্বসাকুল্যে ২৬ হাজার টাকা।
এমএ মনছুর আরো জানান, এরাবিয়ান ইফতারির পাশাপাশি ওয়েল পার্ক রেসিডেন্স হোটেলের মোহরা গার্ডেন রেস্টুরেন্টে জনপ্রতি এক হাজার ৭০০ টাকায় বুফে ইফতার ও ডিনারের আয়োজন করা হয়েছে। ইফতারিতে ৩০টি এবং ডিনারে দশটি আইটেম থাকছে। এছাড়াও, জনপ্রতি ৭০০ টাকা থেকে শুরু করে ৯৫০টাকায় ইফতার পার্টি আয়োজকদের জন্য আলাদা চারটি সেট মেনুর আয়োজন করা হয়েছে। এছাড়া, যে কোন অফিস, ব্যাংক ও কর্পোরেট প্রতিষ্ঠানের জন্য নাম মাত্র মূল্যে ৪০০ টাকা থেকে টেকএওয়ে ইফতার বক্স রয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধগতির এ দুর্দিনে রোজদারদের কথা বিবেচনা করে ওয়েল পার্ক কর্তৃপক্ষ সব ইফতার সামগ্রীর উপর দশ শতাংশ মূল্য ছাড় দিচ্ছে।
ওয়েল পার্ক রেসিডেন্সের হেড অব সেলস এন্ড মার্কেটিং মামুন আল রশিদ জানান, গ্রাহকদের সন্তুষ্টি অর্জনে সেবা প্রদানের লক্ষ্যে আমরা একের পর এক ব্যতিক্রমী আয়োজন করে চলেছি।