ট্টগ্রাম: চট্টগ্রাম সিটিতে ডাকাতির প্রস্তুতিকালে কিশোর গ্যাংয়ের সক্রিয় পাঁচ সদস্যকে দেশীয় ধারাল অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাব-৭ । রোববার (১৭ মার্চ) রাত নয়টা ২০ মিনিটের দিকে বায়েজিদ বোস্তামী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হল মো. আরিফ হোসেন, মো. সাগর, মো. সুমন, মো. কামরুল, মো. ইয়াছিন মিয়া।
র্যাব-৭ জানায়, কিশোর গ্যাংয়ের সদস্যরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিয়েছে- এমন গোপন খবরের ভিত্তিতে সিটির বায়েজিদ এলাকার আমিন কলোনীতে অভিযান চালিয়ে পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে সিটির পাঁচলাইশ, বায়েজিদ বোস্তামী ও চাঁদপুর জেলার বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, ছিনতাই ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নয়টি মামলার তথ্য পাওয়া যায়।
আটককৃতদের জিজ্ঞাসাবাদে র্যাব-৭ জানতে পারে, তারা দীর্ঘ দিন ধরে চট্টগ্রাম সিটির বায়েজিদ বোস্তামীসহ শহরের বিভিন্ন এলাকায় রাতে সিএনজি, অটোরিকশাসহ বিভিন্ন ধরনের যানবাহনে চাঁদাবাজি, ছিনতাইসহ ডাকাতি করে। এছাড়া, তারা বিভিন্ন সময়ে অন্য সাধারণ কিশোরদের মারধর, খুনের হুমকি প্রদান, দেশীয় অস্ত্রশস্ত্র প্রদর্শন ও মাদক সেবন করে আসছিল।
আটককৃতদের বায়েজিদ বোস্তামী থানায় হস্তান্তর করা হয়েছে।
















