ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন ও শোক র্যালি করেছেন বিভাগের শিক্ষার্থীরা। রোববার (১৮ মার্চ) বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে শোক র্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন করে।
মানববন্ধনে বক্তারা অবন্তিকার আত্মহত্যার কারণ উদঘাটন ও দায়ীদের দ্রুত বিচারের দাবি জানান।
অবন্তিকার সহপাঠী সেতু পাল বলেন, ‘আমরা কখনো ভাবিনি ও এমন কাজ করবে। আত্মহত্যা কোন সমাধান নয়। আমি এর সুষ্ঠু তদন্ত চাই। যারা জড়িত তাদের অবশ্যই শাস্তি পেতে হবে।’
আইন বিভাগের আরেক শিক্ষার্থী তানিম বলেন, ‘আমি অবন্তিকার জন্য বিচার চাই। আত্মহত্যায় প্ররোচনা দেয়ার জন্য যারাই দায়ী থাকুক না কেন, তাকে বিচারের আওতায় আনতে হবে।’
আইন বিভাগের শিক্ষক আহমেদ এহসানুল কবির বলেন, ‘সে একজন সক্রিয় ও মেধাবী ছাত্রী ছিল। আমরা একজন মেধাবী তরুণকে হারালাম। আমি তদন্ত কমিটির কাছে আমার বক্তব্য জানিয়েছি। আশা করি, আমরা ন্যায়বিচার পাব।’
আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আলী আক্কাস সরকার বলেন, ‘আমার ৩৪ বছরের শিক্ষকতা জীবনে বহু ঘটনা দেখেছি। কিন্তু, অবন্তিকার মৃত্যু খুবই কষ্ট দিয়েছে। সে তার অনার্স সম্পন্ন করেছিল। বিচারক হতে পারত। আমরা তার আত্মহত্যার কারণ অনুসন্ধান ও দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। প্রয়োজনে দ্রুত বিচার করতে হবে। দৃষ্টান্তমূলক বিচার হোক।’
মানববন্ধনে বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।