ঢাকা: ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) সেকশন অফিসার ছিদ্দিকুর রহমান পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ও সভাপতি মোহা. আশরাফ উজ জামান এবং প্রফেসর আবু নোমান মুহাম্মদ মাসুউদুর রহমানের তত্ত্বাবধানে ‘আল কুরআন ও আস-সুন্নাহ বর্ণিত আহার সামগ্রী’ একটি পর্যালোচনা শিরোনামে অভিসন্দর্ভের উপর তাকে এ ডিগ্রী দেয়া হয়। রাজশাহী বিশ্ববিদ্যায়ের গেল ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সিন্ডিকেটের ৫২৯ তম সভায় ছিদ্দিকুরকে পিএইচডি ডিগ্রি দেয়া হয়। বর্তমানে তিনি ঢাকার ইআবির পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের অনার্স শাখায় কর্মরত আছেন।
ছিদ্দিকুর রহমান রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার চন্ডিপুর গ্রামে জন্ম নেন। তিনি চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন। জাফরপাড়া দারুলউলুম বহুমুখী কামিল মাদ্রাসা,পীরগঞ্জ রংপুর থেকে ২০০৭ সালে দাখিল জিপিএ পাঁচ এবং পিরোজপুর ছারছীনা দারুসসুন্নাত কামিল মাদ্রাসা নেছারাবাদ থেকে ২০০৯ সালে জিপিএ পাঁচ পেয়ে আলিম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে ২০১৩ সালে অনার্স, ২০১৪ সালে এমএ প্রথম শ্রেণিতে সফলভাবে সম্পন্ন করেন।
ছিদ্দিকুর রহমানের বাবা কুরআনের হাফেজ। কারামত আলী জৈনপুরী পীর সাহেবের মাজার সংলগ্ন রংপুর কেরামতিয়া জামে মসজিদের ইমাম। মাতা গৃহিণী। পারিবারিক জীবনে তিনি এক কন্যা সন্তানের জনক। তার স্ত্রী ফ্লোরা শেফাউন নাহার রুমা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঢাকা মেট্রো (উত্তর)- পুলিশের উপ-পরিদর্শক (নিরস্ত্র) হিসেবে কর্মরত আছেন।
পিএইচডি ডিগ্রি অর্জনের সার্টিফিকেট হাতে পেয়ে তার কর্মস্থলের প্রধান ইআবির ভাইস চ্যান্সেলর অধ্যাপক মুহাম্মদ আব্দুর রশীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সিদ্দিকুর রহমানের পিএইচডি ডিগ্রি অর্জনে ব্দুর রশীদ তাকে মোবারকবাদ জানান। তিনি অফিসে কর্মরত অফিসারসহ সবাইকে চাকরির পাশাপাশি জ্ঞান চর্চা ও গবেষণা কাজে মনোনিবেশ করার আহবান জানান এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে এমফিল পিএইচডির কোর্স চালু হলে দেশের সর্বস্তরের জ্ঞানপিপাসুদের অংশগ্রণের পরামর্শ দেন।