চন্দনাইশ, চট্টগ্রাম: চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলায় বৈলতলী বুড়ির দোকান এলাকায় একটি খামারে আগুন লেগে ১১টি গরু মারা গেছে। মঙ্গলবার (১২ মার্চ) বেলা ১১টায় আবদুল গফুর নামে এক খামারির গরুর খামারে আগুন লাগে।
ক্ষতিগ্রস্ত কৃষক আবদুল গফুরের অভিযোগ, পূর্ব শত্রুতার জের ধরে খামারে আগুন দেয়া হয়েছে।
তবে, এলাকাবাসী ও জনপ্রতিনিধিরা বলছেন, বৈদ্যুতিক শর্ট সার্টিক থেকে এ ঘটনা ঘটতে পারে। খামারের দরজা বন্ধ ও গরুগুলো বাঁধা থাকায় খামারের ভেতরেই গরুগুলো ছটফট করতে করতে মারা যায়।
চন্দনাইশ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার জুনায়েদ বলেন, ‘সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। এর পূর্বেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে।’
তিনি আরো জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা এ আগুন বেশিক্ষণ স্থায়ী না হলেও ধোঁয়ার কারণে সব গরু মারা গেছে। পুড়ে যাওয়া গরুগুলোর দাম প্রায় ২০ লাখ টাকা।