নগরীর আকবর শাহ থানার ইস্পাহানি ফ্যক্টরির গেইটের সামনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মো. আশিক(১৭) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
আজ (৩০ জুন) বুধবার, বেলা ১২ টার দিকে ইস্পাহানি ফ্যক্টরির গেইটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. আশিক পাহাড়তলী থানার নেছারিয়া এলাকার মো. রফিকুল ইসলামের ছেলে এবং ইস্পাহানী স্কুলের ছাত্র।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া বলেন, একে খান থেকে গাড়ির ধাক্কায় আহত অবস্থায় মো. আশিক কে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।