মিরসরাই, চট্টগ্রাম: চট্টগ্রাম লেডিস ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক আলোচনা সভা রোববার (১০ মার্চ) মিরসরাই উপজেলা পরিষদের হল রুমে অনুষ্ঠিত হয়েছে। মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহফুজা জেরিনের সভাপতিত্বে সভায় মূখ্য আলোচক ছিলেন চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের সাইকোলজিস্ট, সিবিটি প্র্যাকটিশনার এবং চট্টগ্রাম লেডিস ওয়েলফেয়ার ক্লাবের সভাপতি তানজিয়া রহমান। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলার প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।
সভায় তানজিয়া রহমান কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে বিশদ আলোচনা করেন। তিনি বলেন, ‘সুস্থ-সুন্দর ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কিশোরীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষার কোন বিকল্প নেই।’
তিনি কিশোর-কিশোরীদের মানসিক সমস্যা সংক্রান্ত নানা ধরনের প্রশ্নের উত্তর দেন।
আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মময় শিক্ষার উপর গুরুত্বারোপ করেন।
মিরসরাই উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সিসহ স্কুল-কলেজের শিক্ষার্থীরা সভায় উপস্থিত ছিলেন। অলোচনা সভা শেষে চট্টগ্রাম লেডিস ওয়েলফেয়ার ক্লাবের পক্ষে সভাপতি তানজিয়া রহমান ৪০০ শিক্ষার্থীর মাঝে বিভিন্ন ধরনের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেন।