চট্টগ্রাম: চট্টগ্রাম সিটিতে রেলের পরিত্যক্ত বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বৃহস্পতিবার (৭ মার্চ) দিবাগত রাতে সিটির আগ্রাবাদের বারেক বিল্ডিং এলাকায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের কর্মকর্তা কফিল উদ্দিন জানান, বৃহস্পতিবার (৭ মার্চ) রাত দশটা ৫৫ মিনিটে আগুন লাগার সংবাদ পেয়ে ঘটনস্থালে তিনটি ইউনিট পাঠানো হয়। পরে, রাত সোয়া ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে চলে আসে।
তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানাতে পারেননি তিনি।