হাটহাজারী, চট্টগ্রাম: চট্টগ্রাম জেলার হাটহাজারী পৌরসভায় অগ্নিকাণ্ডে ১৪ পরিবারের ১৭টি বসতঘর পুড়ে গেছে। শুক্রবার (৮ মার্চ) ভোরে শাহজালাল পাড়ার ইব্রাহিম কলোনিতে এ অগ্নিকাণ্ড ঘটে।
ক্ষতিগ্রস্তরা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে কলোনির বাসিন্দা ফাতেমা বেগম, শহর বানু, মো. মঞ্জু, পান্না, মো. সুমন, আকতার হোসেন, মো. নুর মিয়া, মো. নাছির উদ্দীন, আকলিমা, মো. আলী, মো. ওসমান, মো. ওয়াসিম, মো. শাহ আলম ও মো. নাছির ঘরসহ ১৭টি বসতঘর পুড়ে যায়।
কলোনির মালিক মো. ইব্রাহিম দাবি করেন, অগ্নিকাণ্ডে তার অস্তত ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আবদুল মান্নান জানান, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে জানা যাবে।’