নগরীর দুই নম্বর গেট এলাকায় সিএনজিচালিত অটোরিকশা রাস্তা ভেবে খালে পড়ে এক নারী যাত্রী ও ড্রাইভারের মৃত্যু হয়েছে।
আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ২ নম্বর গেটের মেয়র গলি এলাকায় টিঅ্যান্ডটি কলোনির বাইলেন সড়কে বৃষ্টির পারি জমে যাওয়ায় এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সিএনজি অটোরিকশার যাত্রী খাতিজা বেগম (৬৫) ও অটোরিকশার ড্রাইভার মো. সুলতান (৩৮)। নিহত খাতিজা বেগমের বাড়ি কর্ণফুলী থানা এলাকায় বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল থেকে বৃষ্টি হওয়ায় খালে প্রচণ্ড স্রোত ছিল। রাস্তায় পানি জমে যাওয়ায় ড্রাইভার রাস্তা ভেবে চালানোর সময় অটোরিকশাটি খালে পড়ে যায়। সিএনজিতে থাকা পাঁচ যাত্রীর মধ্যে তিন যাত্রী উঠে আসলেও ড্রাইভার ও নারী যাত্রী খাতিজা বেগম আটকা পড়ে। পরে ফায়ার সার্ভিসসহ স্থানীয়দের সাহায্যে তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
বায়েজিদ স্টেশন অফিসার তানভীর কাজল বলেন, টিঅ্যান্ডটি কলোনী এলাকায় সিএনজি খালে পড়ে যাওয়ার খবর পেয়ে আগ্রাবাদ ও বায়েজিদ স্টেশন থেকে তিনটি ইউনিট উদ্ধারকাজে অংশ নেয়। এ সময় ডুবুরিও আসে। আমরা অটোরিকশাটি তুলে আনার পর দুজনের মরদেহ পাই। তাঁদের উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।