চট্টগ্রাম: চট্টগ্রাম ক্যাটেল এক্সপো ফার্মার্স এসোসিয়েশনের উদ্যোগে তৃতীয় বারের মত ৭ ও ৮ মার্চ দুই দিনের ক্যাটেল এক্সপো-২০২৪ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের মেলা সিটির হালিশহরস্থ আবাহনী মাঠে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (৭ মার্চ) বিকাল তিনটায় চট্টগ্রাম সিটি করপেরেশনের (চসিক) মেয়র মো. রেজাউল করিম চৌধুরী মেলার উদ্বোধন করেন।
বিগত বছরগুলোর সাফল্যের ধারাবাহিকতায় এবার মেলা আয়োজন এক দিন বাড়ানো হয়েছে। সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত মেলা চলবে। বৈজ্ঞানিক পদ্ধতি পরিহার করে প্রাকৃতিক উপাদানে পালিত দেশীয় ও বিদেশী উন্নত জাতের ষাড় প্রদর্শিত হবে মেলায়। এ উপলক্ষে সেমিনার, দেশীয় ঐতিহ্য ও সাংস্কৃতির বর্ণিল উপস্থাপনা, ক্যাটেল ফ্যাশেন-শো, বরেন্য অতিথিদের সম্মাননা প্রদান, সাংস্কৃতি অনুষ্ঠান, সেরা ষাঁড়ের পুরস্কার প্রদান, ষাঁড়ের র্যাম্প শো, লাইভ কনসার্টসহ তরুণ উদ্যোক্তাদের গল্প গাঁথাসহ নানা আয়োজন থাকছে মেলায়।
চট্টগ্রাম ক্যাটেল এক্সপো ফার্মার্স এসোসিয়েশনের সভাপতি বোরহানুল হাসান চৌধুরী সালেহীন মেলায় অংশ নেয়ার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছেন।