রাঙ্গুনিয়া, চট্টগ্রাম: পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের ভাই এরশাদ মাহমুদ বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ও পরিবহন নেতা মো. আব্দুল মান্নান বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির দ্বিতীয় মেয়াদে সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সংবর্ধনা দেয়া হয়েছে।
রাঙ্গুনিয়া উপজেলা জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে অনাড়ম্বর অনুষ্ঠানে তাদের দুইজনকে ক্রেস্ট ও ফুল দিয়ে সংবর্ধনা দেয়া হয়। সোমবার (৪ মার্চ) চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার পদুয়ার সুখবিলাস্থ স্কুলের মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাঙ্গুনিয়া উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি রতন দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনএলকে ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইডেন নুর স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ খালেদ মাহমুদ। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুব লীগের সিনিয়র সহ-সভাপতি সামসুদ্দোহা সিকদার আরজু। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা একেএম সরোয়ার কামাল দুলু, চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ শামীম ও রাঙ্গুনিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম। অতিথি ছিলেন চট্টগ্রাম প্রাইম মুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সেলিম খান ও চট্টলা সার্ভিস প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ার হোসেন।
অনুষ্ঠান শেষে বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে হাছান মাহমুকে উদ্দেশ্য করে আঞ্চলিক ভাষায় মনোমুগ্ধকর গান পরিবেশনের মাধ্যমে দর্শক-শ্রোতাদের মাতিয়ে তোলেন বাংলাদেশ টেলিভিশন ও বেতারের সঙ্গীত শিল্পী পলি শারমীন।