চট্টগ্রাম: আসন্ন রমজানকে সামনে রেখে টেরীবাজার এলাকায় যানজট নিরসন, অভ্যন্তরীণ রাস্তা ওয়ান ওয়েকরণ, ক্ষেত্র বিশেষে ডাইভারশন প্রদান, ব্যবসায়ী সমিতি কর্তৃক নিয়োজিত সিকিউরিটি গার্ডের উদ্বোধন ও ট্রাফিক ব্যবস্থাপনায় সহায়তাকারী জনবলের দায়িত্ব গ্রহণ উপলক্ষে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগের মত বিনিময় সভা রোববার (৩ ফেব্রুয়ারি) বিকালে টেরীবাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সমিতির সভাপতি আমিনুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহমদ হোছাইনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন ট্রাফিক-দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার এনএম নাসিরুদ্দিন। টেরীবাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, সিএমপির ট্রাফিক-দক্ষিণ বিভাগের টিআই (প্রশাসন) মো. রফিকুল ইসলাম ও টিআই (আন্দরকিল্লা) জিয়াউল হাসান এতে উপস্থিত ছিলেন।
সভা এনএম নাসিরুদ্দিন নেতাদের বক্তব্য শুনে আসন্ন রমজান মাসে টেরীবাজার কেন্দ্রিক যানবাহন চলাচল স্বাভাবিক রাখা ও যানজট নিরসনসহ ক্রেতা সাধারণ যাতে নির্বিঘ্নে ঈদের কেনাকাটা করতে পারে, সে ব্যাপারে সময়োপযোগী দিক নির্দেশনা দেন।
তিনি বলেন, ‘টেরীবাজারভিত্তিক বড়-ছোট সব মার্কেট ও শপিংমল কেন্দ্রিক যানজট নিরসনের লক্ষ্যে রাস্তা ও মার্কেটের সামনে পার্কিং করা থেকে বিরত থাকতে হবে।’
এ ব্যাপারে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।