করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামীকাল বৃহস্পতিবার (১ জুলাই) থেকে সাতদিনের জন্য কঠোর বিধি নিষেধ আরোপ করেছে সরকার। কঠোর এ বিধি-নিষেধ তদারকিতে পুলিশ, বিজিবি’র পাশাপাশি দায়িত্ব পালন করবে সেনাবাহিনীর সদস্যরা।
বুধবার (৩০ জুন) কঠোর বিধি-নিষেধ সম্পর্কে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আর্মি ইন এইড টু সিভিল পাওয়ার বিধানের আওতায় মাঠ পর্যায়ে কার্যকর টহল নিশ্চিত করার জন্য সশস্ত্র বাহিনী বিভাগ প্রয়োজনীয় সংখ্যক সেনা মোতায়েন করবে। জেলা ম্যাজিস্ট্রেট স্থানীয় সেনা কমান্ডারের সাথে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত করবেন।
এর আগে গত বছর করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় মাঠে নেমেছিল বাংলাদেশ সেনাবাহিনী।
সে সময়ে মানুষকে ঘরে রাখতে উদ্বুদ্ধকরণ প্রক্রিয়া অনুসরণ করে মাইকিং করা, মানুষের জটলা ভেঙে দেয়া, রাস্তা ও বাজারে টহল বাড়ানো, মাস্ক বিতরণ, মোবাইল কোর্ট পরিচালনা এবং প্রয়োজনে জরিমানা করছেন৷