চন্দনাইশ, চট্টগ্রাম: চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইসলামিয়া মকবুলিয়া কামিল (এমএ) মাদরাসায় বুধবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন এবং বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ করা হয়েছে।
মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আট নম্বর হাশিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মাদরাসার গভর্নিং বডির সহ-সভাপতি মুহাম্মদ আলমগীরুল ইসলাম চৌধুরী।
আরবি প্রভাষক মাওলানা নুরুল ইসলামের সঞ্চালনায় মাদরাসার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা মুহাম্মদ ঈসা, মুহাম্মদ নাজমুল করিম, মাওলানা নুরুল আমিন, মুহাম্মদ জামাল উদ্দিন, মাওলানা আব্দুল করিম, মুহাম্মদ জসিম উদ্দিন, মাওলানা আ তা মু নিজাম উদ্দিন, রেবেকা সুলতানা, সাবিহা নাজমুন নাহার, নুরুন নাহার, এসকে মিত্র, মাওলানা মঞ্জুর আলম, মুহাম্মদ মহিউদ্দিন, জাফর আহমদ, মুহাম্মদ বজলুল হক, মাওলানা মুহাম্মদ আইয়ুব আলী, মাওলানা মুহাম্মদ কামাল উদ্দিন, মাওলানা ফৌজুল আজিম, মাওলানা নুরুল আলম, মুহাম্মদ মুরাদুল ইসলাম।
















